নিরুদেশের যোদ্ধা
মো: শহিদুল ইসলাম
আমি যদি জানতাম প্রতিটা কার্যের ফল,
তবে শূন্যে হাতরে অদৃশ্য আশায় বুক বাধতাম না।
হারানোর ব্যাথায় নিজেকে নিমজ্জিত করে,
জয়ের নেশায় মেতে উঠতাম না।
আমার জানাই আমাকে স্বাদহীন
নিরবধি জয়কে এনে জড়ো করতো প্রতিদিন।
আমার সত্তা থেকে নিপুন দক্ষতার
সকল মূল্য মুছে যেত অতল গভীরে।
আমি যোদ্ধা, জেতার নেশায় পাগলের মতো
ছুঁটে বেড়াই শত হারের মাঝেও,
অবারিত শান্তি যে জয়ে আছে
তাকে পাওয়ার লোভে।
জানি শত শত বীর হারিয়েছে,
হারিয়ে যাবে এ যুদ্ধে।
যে যুদ্ধ নিজের সাথে, পরিবারের সাথে ,
সমাজ, দেশ ও বিশ্বের সাথে।
তবু কিছু প্রাণ রয়ে যাবে
সময়ের হিসাব নিকাশ পেরিয়ে,
তারাই দাড়াবে চূড়ায়
শান্তির পতাকা জড়াবে বুকে।
তারিখ: ১০ অক্টোবর ২০২৪