শহিদুল বাংলা কবিতা

নবসূতিকা
নবোঢা মোর প্রানের স্পন্দন নলিন রুপে উঠ হৃদি শৈবালে
Click Here
প্রুষ্পলতা
আর তরী নিয়ে যাক বয়ে একমুঠো না বলা ব্যাথাকে সমুদ্র তট বেয়ে অজান্তে
Click Here
কবিতা
কবিতা ছুড়ে ফেল হারানোর ভয় কিসের বিচ্ছেদ কিসের না পাওয়ার জ্বালা হয় আসল পাওয়াতো ঘটে নিজ অন্তরে যদি সে অন্তর ডোরে বাঁধা রয়
Click Here
Previous slide
Next slide

জনপ্রিয় কবিতাসমূহ

 

ওগো প্রিয়া তুমি আপন ভুলা

আনিলে মোর নিথর জলে ঢেউয়ের দোলা।

মনমালাখানি নিয়ে মোর

একি বাঁধিলে অলখ ডোর

গোপন প্রানে তোমার কি সুর তোলা।

জেনেছ তো তুমি মোর অজানা প্রানের নীরব কথা

তোমার সুরে আমার প্রানে

একি ব্যকুলতা,

এসেছিলে কি তুমি সাঝের বেলায়

ছিলাম যখন কাজের খেলায়

চুপিসারে

 

সব ছেড়েছি সব ফেলেছি

গঙ্গার জলে ভেসে গেছি

সকল জনার মুখে

আমি জানি তোমার প্রেমে

ডুব দিয়াছি অতল জলে

একটু যদি ঠাঁই মিলে

ঐ চরণ ধুলাতে।

কটিক বাঁধা ভেঙ্গে ধাঁ ধাঁ

আসবে প্রানেতে।

আর্ধেক আলোক রাশি রন্ধন

যে আত্মার পরম বন্ধন

সেও যদি করে গমন

দেহ মন ত্যাগে

তবে কিভাবে হব বিভোর

কিসেতে মিলাব সুর

কোথা পাব পরমানন্দ

কোথা সব সুখ

আধারের বৈচিত্র রুপে

কে পারে চিনিতে নিজেরে

সর্বাঙ্গ যদি হয় ব্যাথার ভরে

তবে তার ছায়া হবে কে

কে হবে শোকের মায়া

অন্তর জ্বালা

ভালবাসা।

Shahidul Bangla Kobita

শহিদুল কবিতা

নিরুদেশের যোদ্ধা

মো: শহিদুল ইসলাম

আমি যদি জানতাম প্রতিটা কার্যের ফল,
তবে শূন্যে হাতরে অদৃশ্য আশায় বুক বাধতাম না।
হারানোর ব্যাথায় নিজেকে নিমজ্জিত করে,
জয়ের নেশায় মেতে উঠতাম না।

আমার জানাই আমাকে স্বাদহীন
নিরবধি জয়কে এনে জড়ো করতো প্রতিদিন।
আমার সত্তা থেকে নিপুন দক্ষতার
সকল মূল্য মুছে যেত অতল গভীরে।

আমি যোদ্ধা, জেতার নেশায় পাগলের মতো
ছুঁটে বেড়াই শত হারের মাঝেও,
অবারিত শান্তি যে জয়ে আছে
তাকে পাওয়ার লোভে।

জানি শত শত বীর হারিয়েছে,
হারিয়ে যাবে এ যুদ্ধে।
যে যুদ্ধ নিজের সাথে, পরিবারের সাথে ,
সমাজ, দেশ ও বিশ্বের সাথে।

তবু কিছু প্রাণ রয়ে যাবে
সময়ের হিসাব নিকাশ পেরিয়ে,
তারাই দাড়াবে চূড়ায়
শান্তির পতাকা জড়াবে বুকে।

তারিখ: ১০ অক্টোবর ২০২৪

নিরুদেশের যোদ্ধা

মো: শহিদুল ইসলাম

আমি যদি জানতাম প্রতিটা কার্যের ফল,
তবে শূন্যে হাতরে অদৃশ্য আশায় বুক বাধতাম না।
হারানোর ব্যাথায় নিজেকে নিমজ্জিত করে,
জয়ের নেশায় মেতে উঠতাম না।

আমার জানাই আমাকে স্বাদহীন
নিরবধি জয়কে এনে জড়ো করতো প্রতিদিন।
আমার সত্তা থেকে নিপুন দক্ষতার
সকল মূল্য মুছে যেত অতল গভীরে।

আমি যোদ্ধা, জেতার নেশায় পাগলের মতো
ছুঁটে বেড়াই শত হারের মাঝেও,
অবারিত শান্তি যে জয়ে আছে
তাকে পাওয়ার লোভে।

জানি শত শত বীর হারিয়েছে,
হারিয়ে যাবে এ যুদ্ধে।
যে যুদ্ধ নিজের সাথে, পরিবারের সাথে ,
সমাজ, দেশ ও বিশ্বের সাথে।

তবু কিছু প্রাণ রয়ে যাবে
সময়ের হিসাব নিকাশ পেরিয়ে,
তারাই দাড়াবে চূড়ায়
শান্তির পতাকা জড়াবে বুকে।

তারিখ: ১০ অক্টোবর ২০২৪

Back to top button