Others

সন্ধান

সন্ধান

আমি পার্থিব সুখ খুঁজি

শান্তির নীড়ে গা ভাসাতে চাই

যা মোর অপূর্ণতা তাই ভাবি আনন্দে ভরা

কোলাহল পূর্ণ সুখ।

যা পাই তাই অচেনা রূপে

দুঃখের স্রোতে ভাসে।

ভেবেছিলুম পৃথিবীতে ভোগে

সুন্দরী নারী জাতি তরে এটা মিলে

নাই, মায়াময়ী, মিথ্যাময়ী

এরাও ছলনা হানে

এক ছেড়ে অন্য শত শতাব্দীতে

শুধু বিষাক্ত জ্বালা

আত্মার সুধ্বি নাহি মিলে।

উত্তেজিত মন আমার সুখ কোথা পাবে?

মানব জাতির দেহ লিলায়

অঙ্গে ঢঙ্গে মেতে

কেবলি অন্ধকার ডাকে।

লোভ লালসার মুখোশ পড়ে

যতই নিজেরে করি আড়াল

মুখোশের অন্তরালে আমি একাকার

বিষাক্ত জ্বালায়

জ্বলছি তিলে তিলে।

গাড়ী বাড়ি অট্টালিকার পরে

ঋতু ভিন্ন যান্ত্রিক কোলাহলে

বিলাসীতায় ভাসাই মোরে

ভেবেছিলাম সব সুখ বুঝি

বিত্তবানের ত্বরে

এও মিছা প্রেমহীন জগতে

মানুষ মানুষকে অচেনা করে।

দারিদ্র লাঞ্চিত কুটিরে

শ্রমিেেকর ঘামের ফসলে

দু’মুঠো ভাত

না পাওয়ার তীব্র বাসনাতে

সুখ কোথা?

ক্ষুদার্থ পেটে।

কোথা প্রেম কোথা ভালবাসা

স্বার্থবীনে ঘটে

ভিক্ষুকের ত্বরে ভিক্ষা সেও তো

পরপারের লোভে।

কে আমি? কে তুমি?

কিসের প্রাণে প্রাণ বাঁধা টান

হারায় সবি, সময়ের ব্যবধানে।

একই ঘরে বসত করি একই হাড়ির ভাত

তারও তো ভিন্ন সত্ত্বা

ভিন্ন মনোভাব।

কোথায় সুখ কোথায় দুঃখ

এসবের মালিক কে?

বোধ শক্তির কারিগর যেজন

আত্মার মিস্ত্রী

সেইবা কেনে গড়িল সবি।

আজ ভাবি অকারণ, সবি অকারণ

শূন্যের দলে মোর বিচরণ

কি যে চাই, কিই বা পাই

কি যে হারায়

কেমনে তাহা বুঝি

আজ কি যে কি

তার সন্ধান কে দিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button