Kobita
মো: শহিদুল ইসলাম
তারিখ: ১০ অক্টোবর ২০২৪
আজ বুঝিলাম তুমি মোর
কবিতার রাণী।
পঙক্তি বিন্যাস রূপে
চরণে চরণে তোমার ছবি আঁকি
তোমার লজ্জা রাঙামুখ
আর বৈচিত্র ঢঙে
আমার স্বরলিপির প্রকাশ ঘটে
ওগো আমি অনুসারি তোমার
তোমার কণ্ঠ মিসে প্রতি অক্ষরে
ছন্দের গীতিময়তা তোমার সুরে রাঙে
সনেটের সুসংহত ভাবে
কখ খক, খক খক, গঘ ঘগ, ঙ ঙ রূপে
শব্দের অনুসঙ্গে তোমার আভাস মিলে
ওগো তুমিই আমার কবিতা রূপে এলে
ভিতর জগত বাহির জগত
আধ্যাত্মিক অধ্যায়ে
তুমিই রও জাগ্রত
মূল বক্তব্যে।
শিরোনামে যাই লিখি
তাতেই তোমার শব্দ রাজি
তোমার বিচিত্র ঐশ্বর্য ও ভাব কল্পনায়
নামকরণ স্বার্থক হাল তাই
তোমায় ঘিরেই লিখব আমি
আমার জীবন কবিতা
সকল কালের সকল স্রোতে
তুমি আছ তুমি রবে
তুমিই মোর কবিতা।