Kobita
লোকচুরি আমার সাজেকি ?
তোমায় ফাঁকি দেয়া
দূরে ঠেলে অগোচর করা
তোমা বিনে পথ চলা
দূরে রাখতে তোমায়।
তুমি যদি হও মোর প্রেম
অনন্ত ভালবাসা, আত্মা
আমার অন্তরে যদি হয় তোমার বসত
তবে, এসব লুকোচুরি ফাঁকি
কাকে দেবো বল
নিজ সত্ত্বা ছাড়া।
আত্মার আকুল আবেসে
মিথ্যা কোলাহলে
কে ঠকিয়েছে নিজেরে?
আজ তুমি কে আমি কে
কাকে কে দিবে ফাঁকি
যদি হই মোরা একসত্ত্বা
আত্মাতে আত্মা মিশে।
তাই বলি ভাব অকারণ
নিজেরে শুধাও
অন্তর পানে চাও
তবেই দেখিবে মোরে
একই বন্ধনে রয়েছি মিসে
এক আত্মাতে।