Kobita
যাহাতে শত বাঁধা লাঞ্চনা অপমান
মোর বুকে জাগে সেই তৃষা
ধুপের ধুয়ায় ভেসে জীবনের অবক্ষয়
রঙের হাড়িপেতে মনের হাড়ি ভাঙ্গি
কামনায় আজ মেতেছে রবি
হারায়েছি সকল দিশা।
ফুলবনে যাব ঘ্রাণে মাতবো
পরাগে মিলাব ঠোঁট
ফুল গহ্বরে অবুজ মনে
মিঠা সরাবে তৃষ্ণা মিটে
পিয়িব আজ গেলাস ভরা স্বাদ
তাহার অধর চেপে।
চঞ্চল প্রাণ
মিলিবে মিলিবে
ভাঙ্গিব সব বাঁধ।